বিজনেস আওয়ার প্রতিবেদক : বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় একটি গির্জায় ৫০ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরা তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবিবার ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার সময় বন্দুকধারীদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।
জানা গেছে, একাধিক বন্দুকধারী গির্জায় গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ হামলায় বেশ কয়েক জন শিশুও নিহত হয়েছে।
যদিও গুলিতে ঠিক কত জন নিহত হয়েছেন সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গির্জা। সেই রক্তের ওপর পড়ে রয়েছেন চার্চে প্রার্থনা করতে আসা মানুষরা।
এই ঘটনায় শোক প্রকাশ করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। এক শোকবার্তায় তিনি বলেন, ‘যাই হোক না কেন, নাইজেরিয়া কখনও খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।’
বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২২/কমা