বিজনেস আওয়ার প্রতিবেদক : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, বার্ন রোগীর চিকিৎসায় যেনো অবহেলা না হয়। সর্বোচ্চ চিকিৎসা যেনো নিশ্চিত করা হয় তাই প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম এসেছি।
সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন রোগীদের পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সামন্ত লাল সেন বলেন, এখানে ভর্তি অনেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব। ৩ জনকে ঢাকায় স্থানান্তর করতে হবে। চট্টগ্রামে বার্ন আইসিইউ নাই। ঢাকায় রয়েছে। চট্টগ্রামে চিকিৎসা যা দেওয়া হচ্ছে তা ঠিকই আছে। এখানকার চিকিৎসার মান নিয়ে কোন প্রশ্ন নেই। তবে কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে। তাই কিছু রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আইসিইউতে যারা আছেন তাদের অবস্থা ভালো নয়।
সামন্ত লাল সেন বলেন, বার্ন রোগীর চিকিৎসা দিতে হয় আইসোলেশনে। কিন্তু এখানে যেভাবে হচ্ছে সেভাবে আসলে হয় না। কিন্তু কিছু করার নেই। বার্ন রোগীর মৃত্যুর কারণ হলো ইনফেকশন। বার্ন কম হলেও ইনফেকশন হলে তাকে বাঁচানো যায় না। তাই সবাইকে হাসপাতালে অযথা প্রবেশ ও ঘোরাফেরা করা থেকে বিরত থাকতে হবে।
বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২২/কমা