বিজনেস আওয়ার প্রতিবেদক : নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মুত্যু হয়।
পারিবারিক ভাবে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা ছিলেন ইসরাফিল আলম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সাময়িক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে গত ১২ তারিখ বাসায় নেয়া হয়। এরপর ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিন তাকে আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২৪ জুলাই রাত ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শ্বাসকষ্ট হচ্ছে ভেন্টিলেশনে রাখতে হবে।
শনিবার তাকে ভেল্টিনেশনে নেয়া হয়। এ অবস্থায় আজ সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত সুলতানা।
নওগাঁ- ৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যও ছিলেন। গত ১০ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি।
বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২০/এ