বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে আরো সাড়ে চার লাখ শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে একহাজার মানুষের। মঙ্গলবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ২৯০ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৫৮৬ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে আরো চার লাখ ৭৪ হাজার ৭০৪ জনের দেহে শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছে ৬৩ লাখ ২১ হাজার ৫০৩ জনে। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৩ লাখ ২০ হাজার ৪৫৫ জনে। এহিসেবে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে একহাজার ৪৮ জনের। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫০ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩৩ হাজার ৮৩০ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ০৪৯ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৭০৮ জন। আর ব্রাজিলে ৩ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১১৮ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৭ হাজার ১০৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২২/কমা