ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরেই শুরু ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট

  • পোস্ট হয়েছে : ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • 72

বিজনেসা আওয়ার প্রতিবেদকঃ চলতি বছরের মধ্যেই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মঙ্গলবার (৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট চালু করবে। এটি চালু হলে ঢাকা থেকে নারিতা বিমানবন্দরে যেতে ৬ ঘণ্টা সময় লাগবে।

ইতো নাওকি বলেন, ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি আরও বলেন, গতবারের তুলনায় এবার বাংলাদেশে ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার পদক্ষেপ নেবে বলে আশা জাপানের।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে ইতো নাওকি বলেন, জাপান যে বাংলাদেশে তুলনামূলকভাবে ভালো ও অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বলেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের প্রত্যাশার বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের কাছে অব্যাহতভাবে তুলে ধরতে থাকব।

তিনি বলেন, আগের চেয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন আশা করি। এমন নির্বাচন হবে যেখানে সহিংসতা হবে না। জাপান আশা করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাংলাদেশ আয়োজন করবে। এখানে জনগণের জন্য মিডিয়া কী ভূমিকা রাখে তা অস্বীকার করা যায় না।

বাংলাদেশে গণমাধ্যম-সংশ্লিষ্ট আইনের প্রসঙ্গ টেনে ইতো নাওকি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ঘিরে এই মুহূর্তে সাংবাদিকদের মধ্যে বিতর্ক চলছে। তাই এখন থেকে নির্বাচন পর্যন্ত গণমাধ্যমকর্মীদের অবাধে কাজ করার সুযোগ থাকতে হবে।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য রাখেন।

বিজনেস আওয়ার/ ০৭ জুন,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চলতি বছরেই শুরু ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট

পোস্ট হয়েছে : ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

বিজনেসা আওয়ার প্রতিবেদকঃ চলতি বছরের মধ্যেই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মঙ্গলবার (৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট চালু করবে। এটি চালু হলে ঢাকা থেকে নারিতা বিমানবন্দরে যেতে ৬ ঘণ্টা সময় লাগবে।

ইতো নাওকি বলেন, ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি আরও বলেন, গতবারের তুলনায় এবার বাংলাদেশে ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার পদক্ষেপ নেবে বলে আশা জাপানের।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে ইতো নাওকি বলেন, জাপান যে বাংলাদেশে তুলনামূলকভাবে ভালো ও অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বলেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের প্রত্যাশার বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের কাছে অব্যাহতভাবে তুলে ধরতে থাকব।

তিনি বলেন, আগের চেয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন আশা করি। এমন নির্বাচন হবে যেখানে সহিংসতা হবে না। জাপান আশা করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাংলাদেশ আয়োজন করবে। এখানে জনগণের জন্য মিডিয়া কী ভূমিকা রাখে তা অস্বীকার করা যায় না।

বাংলাদেশে গণমাধ্যম-সংশ্লিষ্ট আইনের প্রসঙ্গ টেনে ইতো নাওকি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ঘিরে এই মুহূর্তে সাংবাদিকদের মধ্যে বিতর্ক চলছে। তাই এখন থেকে নির্বাচন পর্যন্ত গণমাধ্যমকর্মীদের অবাধে কাজ করার সুযোগ থাকতে হবে।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য রাখেন।

বিজনেস আওয়ার/ ০৭ জুন,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: