বিজনেস আওয়ার প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় ৮ কর্মকর্তাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) ডিপো কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে মামলাটি করেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
শনিবার (৪ জুন) রাতে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৪৪ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। রাত ১১টার দিকে ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোতে থাকা রাসায়নিক কনটেইনারগুলোর বেশিরভাগই একসাথে বিস্ফোরিত হয়।
বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২২/এস এইচ