বিজনেস আওয়ার প্রতিবেদক : বন্দুকধারীদের গুলিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (১০ জুন) এনবিসি নিউজ জানায়, অভিযুক্ত বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান, ওই যুবকের বয়স ২৩ বছর। বন্দুক হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করার সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বন্দুকযুদ্ধে সে আহত হয়।পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
বিজনেস আওয়ার/১০ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: