বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত বাজেটে জনগণের পকেটের টাকা কেটে নিয়ে জনপ্রশাসনের লোকদের বেতন, সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।
শুক্রবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সাধারণ মানুষ বাজেটের অনেক কিছু বোঝে না। তারা শুধু বোঝে কোনটার দাম কমলো, কোনটার দাম বাড়ল।
তিনি বলেন, বর্তমান সরকারের জনগণের বাজেট দেওয়ার কোনো এখতিয়ার নেই। ক্ষমতাসীনরা দুঃশাসনের মাধ্যমে প্রমাণ করেছে তারা বাংলাদেশের মানুষের শত্রু।
দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি উল্লেখ করে ফখরুল বলেন, সরকার আজ বলছে জিডিপি বেড়েছে, আয় বেড়েছে। তাতে সাধারণ মানুষের লাভ কি? তারা তো কোনো সুফল পাচ্ছে না।
তিনি আরও বলেন, আজকে বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসনে। কারণ, জনপ্রশাসন হলো পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও। জনগণের পকেট থেকে টাকা কেটে তাদের এটা বাড়াচ্ছে।
বিজনেস আওয়ার/১০ জুন, ২০২২/কমা