বিজনেস আওয়ার প্রতিবেদক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, বোমা হামলার পরই ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে তালেবানের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটিতে বোমা হামলার ঘটনা ব্যাপক কমে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা
বিজনেস আওয়ার/১২ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: