স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড ৭ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। শেষ ম্যাচেও জয় দিয়ে মৌসুম শেষ করেছে অলরেডরা। এই জয়ে ৩৮ ম্যাচে ৯৯ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করলো লিভারপুল। যা গত মৌসুমের শিরোপাজয়ী সিটির চেয়ে এক পয়েন্ট বেশি।
লিগ শেষ করা ম্যাচে লিভারপুল জিতেছে ৩-১ গোলে। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শুরুতে গোল হজম করলেও, পরে চ্যাম্পিয়নের মতোই ঘুরে দাঁড়ায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও ডিভক অরিগির পাশাপাশি গোল করেন সাদিও মানে।
ম্যাচের ২৭ সেকেন্ডের মাথায় গোল করে লিভারপুলকে চাপে ফেলে দিয়েছিলেন নিউক্যাসল ফরোয়ার্ড ডোয়াইট গেইল। এই গোল শোধ দিতে অলরেডদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। ম্যচে সমতা সুচক গোলটি করেন ফন ডাইক। ৫৯ মিনিটে অরিগি ও ৮৯ মিনিটে সাদিও মানে গোল করে অল রেডদের জয় নিশ্চিত করে।
বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২০/এ