ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা বাড়ছে, সবাইকে সতর্ক থাকতে হবে

  • পোস্ট হয়েছে : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • 64

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে। তাই এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। সোমবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত কয়েকদিন থেকে দেশে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত কয়েক মাস দেখেছি দৈনিক ৩০ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। কিন্তু রবিবার দেখেছি ১০৯ জন সংক্রমিত হয়েছে। তুলনামূলক সংক্রমণ অনেক বেড়েছে। আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাইরে অবশ্যই সবাইকে আগের মতো বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোওয়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এসব বিষয় ভুলে গেলে চলবে না। মাস্ক পরা ভুলে গেলে চলবে না। আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে চাই। করোনা এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন করোনায় মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এসবের পাশাপাশি টিকা না নিয়ে থাকলে দ্রুত সবাই টিকা নিয়ে নেবেন।

বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনা বাড়ছে, সবাইকে সতর্ক থাকতে হবে

পোস্ট হয়েছে : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে। তাই এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। সোমবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত কয়েকদিন থেকে দেশে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত কয়েক মাস দেখেছি দৈনিক ৩০ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। কিন্তু রবিবার দেখেছি ১০৯ জন সংক্রমিত হয়েছে। তুলনামূলক সংক্রমণ অনেক বেড়েছে। আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাইরে অবশ্যই সবাইকে আগের মতো বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোওয়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এসব বিষয় ভুলে গেলে চলবে না। মাস্ক পরা ভুলে গেলে চলবে না। আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে চাই। করোনা এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন করোনায় মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এসবের পাশাপাশি টিকা না নিয়ে থাকলে দ্রুত সবাই টিকা নিয়ে নেবেন।

বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: