বিনোদন ডেস্ক : গণমাধ্যমকর্মী থেকে নির্মাণে আসলেন তিনি। রয়েছে টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজনার অভিজ্ঞতা। ঈদুল আজহা উপলক্ষে ‘ট্র্যাপ’ নামে একটি নাটক নির্মাণ করেছেন শাহীদ সম্পদ। নিজের পরিচালনায় প্রথম নাটকেই জুটি হিসেবে নিয়েছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবিরকে।
মিস্টেরিয়াস অ্যাকশন থ্রিলার ধর্মী ও রোমান্সে ভরা নাটকটির গল্প। নাটকটিতে অন্য এক সাফাকে দেখা যাবে। যে সাফাকে আগে কখনও দেখেনি দর্শক। এতে সাফা কবিরের নায়ক ইরফান সাজ্জাদ। নাটকটিতে অভিনয় করে মুগ্ধ তিনিও।
নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, গল্পটি বেশ সুন্দর। এমন গল্পে কাজ করতে ভালো লাগে। আশা করি ঈদে নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবে।
সাফা জানান, নাটকটিতে অভিনয় করারার সময ড্রাইভিং শিখছিলাম আমি। গাড়ি চালানোর শুট দিতে হয়েছে। বেশ ভয়ে ভয়েই শর্টগুলো দিতে হয়েছে। অবশ্য এর জন্য প্রস্তুতিও কম ছিলো না। আশা করি নাটকটি দেখলে দর্শকরা ভালো বিনোদন পাবেন।
নাটকের গল্পে মাহিন নামের এক তরুণের অনুরোধে তাকে লিফট দেন জেরিন চরিত্রের সাফা। গন্তব্যে না পৌঁছে দিয়ে ছুরির মুখে তিনি ওই তরুণকে অপহরণ করেন। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকটি ঈদের আগের রাতে দীপ্ত টিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ।
বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২০/এ