বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু আর বেঁচে নেই। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন ধরে লাংস ক্যানসারে ভুগছিলেন। তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (২৭ জুলাই) রাতে তার অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি আরেকজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারাল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তার মৃত্যুতে জেলা, মহানগর এবং এর অধীনস্থ সকল থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।
বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ