ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালগুলোকে শয্যা-আইসিইউ প্রস্তুত রাখার পরামর্শ কারিগরি কমিটির

  • পোস্ট হয়েছে : ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা সংক্রমণ কমতে থাকলেও বেশ কয়েকদিন যাবৎ আবার তা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে বিশেষ শয্যা ও আইসিইউ শয্যা প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে কোভিড সংক্রান্ত সরকারের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বুধবার (১৫ জুন) রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। ক‌রোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যে বিশেষ শয্যা, আইসিইউ ব্যবস্থা ও জনবল ছিলো, তা বর্ধিত হারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যথাযথভাবে প্রস্তুত রাখার সময় এসেছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, বাসার বাই‌রে সর্বক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, নো মাস্ক নো সার্ভিস নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম বর্জন করা প্রয়োজন। ধর্মীয় প্রার্থনার স্থানগুলো যেমন- মসজিদ, মন্দির, গির্জাতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা দরকার।

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

অপর‌দি‌কে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণ‌কে সতর্ক করেছেন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা যেভাবে অসতর্ক হয়ে চলাচল করছি, হাসপাতালে রোগী বাড়তে সময় লাগবে না।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাসপাতালগুলোকে শয্যা-আইসিইউ প্রস্তুত রাখার পরামর্শ কারিগরি কমিটির

পোস্ট হয়েছে : ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা সংক্রমণ কমতে থাকলেও বেশ কয়েকদিন যাবৎ আবার তা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে বিশেষ শয্যা ও আইসিইউ শয্যা প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে কোভিড সংক্রান্ত সরকারের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বুধবার (১৫ জুন) রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। ক‌রোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যে বিশেষ শয্যা, আইসিইউ ব্যবস্থা ও জনবল ছিলো, তা বর্ধিত হারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যথাযথভাবে প্রস্তুত রাখার সময় এসেছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, বাসার বাই‌রে সর্বক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, নো মাস্ক নো সার্ভিস নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম বর্জন করা প্রয়োজন। ধর্মীয় প্রার্থনার স্থানগুলো যেমন- মসজিদ, মন্দির, গির্জাতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা দরকার।

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

অপর‌দি‌কে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণ‌কে সতর্ক করেছেন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা যেভাবে অসতর্ক হয়ে চলাচল করছি, হাসপাতালে রোগী বাড়তে সময় লাগবে না।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: