বিজনেসে আওয়ার প্রতিবেদকঃ আগামী ১৫ বছরের জন্য মুন্নু ফেবিক্সে পাওয়ার সাপ্লাই দেবে বি-ট্রেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এজন্য বৃহস্পতিবার (১৬ জুন) প্রতিষ্ঠান দুইটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মুন্নু ফেব্রিক্সের পক্ষে কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সামিউল ইসলাম এবং বাংলা ট্রেক গ্রুপের পক্ষে কোম্পানিটির গ্রুপ সিইও এম.জাহাঙ্গীর আলম, এফসিএমএ চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, মুন্নু ফেব্রিক্সের ফ্যাক্টরিতে ফিক্সড রেটে ১৫ বছর পাওয়ার সাপ্লাই দেবে বি-ট্রেক, যা ফ্যাক্টরির ৩ লাখ স্কয়ার ফিট কাভার করবে।
এ ব্যাপারে মুন্নু ফেব্রিক্সের ডিএমডি রাশেদ সামিউল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা একটি সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করবো যা আমাদের এনার্জি কস্ট কমিয়ে এনে কোম্পানির মুনাফা বৃদ্ধি করবে।
বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২২/এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: