বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো ছয় লাখ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে এক হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বেলা ১১টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৯৮ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫৪ কোটি ২৫ লাখ ২০ হাজার ৩০২ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে আরো ছয় লাখ ১৪ হাজার ০৯৬ জন।
শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৮ হাজার ১০৯ জনে। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ৩৬ হাজার ৬২১ জনের। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৪৮৮ জনের। ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫১ কোটি ৮২ লাখ ৬৪ হাজার ১৪৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩৭ হাজার ৯২৮ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৭০ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৮১৭ জন। আর ব্রাজিলে ৩ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৭০৩ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২২/কমা