বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো সাড়ে তিন লাখ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে ৭১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুন) সকাল ১০ টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ২৪৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৫ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে আরো তিন লাখ ৫৬ হাজার ১৪৮ জন।
রবিবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ২৩৪ জনে। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ৩৯ হাজার ৫১৫ জনের। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৭১৯ জনের। ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫১ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ৫৫৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৫৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩৮ হাজার ২৮৯ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৬৯২ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৫৫ জন। আর ব্রাজিলে ৩ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৫০২ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৯ হাজার ০৬২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/ ১৯ জুন, ২০২২/কমা