বিজনেস আওয়ার প্রতিবেদক : শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তাইওয়ানে। সোমবার দেশটির পূর্ব উপকূলে ছয় মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ছয় দশমিক আট কিলোমিটার। এর কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে। যেখানে মানুষের বসাবাস খুবই কম।
তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত ও ভূমিকম্প প্রবণ।
বিজনেস আওয়ার/২০ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: