বিজনেস আওয়ার প্রতিবেদকঃ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ৬টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে পাশেই স্ট্যান্ডবাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
মতিঝিল টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুনে গমন করে। মোট ৪টি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিজনেস আওয়ার/ ২০ জুন, ২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: