1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
আগুনের ঘটনায় নথিপত্রের ক্ষতি হয়নি : বিবি
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

আগুনের ঘটনায় নথিপত্রের ক্ষতি হয়নি : বিবি

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (২০ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়।

এর আগে সন্ধ্যায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আনুমানিক বিকেল ৬টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলা) মেডিকেল সেন্টারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বক্ষণিক দায়িত্বে থাকা রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট ব্যাংকের নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে পাশেই স্ট্যান্ডবাই থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মতিঝিল এলাকার ওই টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট ৪টি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজনেস আওয়ার/২১ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ