বিজনেস আওয়ার প্রতিবেদক : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানসহ সারাদেশের বিভিন্ন অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয়, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মহানগদ গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
মঙ্গলবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানা।
একেএম হাফিজ আক্তার বলেন, আর তিন দিন পর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানসহ সারাদেশে আয়োজন করা বিভিন্ন অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয়, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।
বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বন্যার্তদের যেন নির্বিঘ্নে ত্রাণ দেওয়া যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সে জন্য পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, আর মাত্র ৩ দিন পরই উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতুর। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্ববৃহৎ এই সেতুর উদ্বোধন করবেন। পরদিন ২৬ জুন সব ধরনের যান চলাচল করবে সেতু দিয়ে।
বিজনেস আওয়ার/২১ জুন, ২০২২/কমা