বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার এক শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে মৃত্যু বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। আর ভূমিকম্পে এখন পর্যন্ত ৬০০ জন আহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে দেশটির দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত আনে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ১।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।
দেশটির সরকারি মুখপাত্র বিলাল করিমি এক টুইট বার্তায় বলেন,”দুর্ভাগ্যবশত, গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় একটি প্রবল ভূমিকম্প হয়েছে, এতে আমাদের শত শত মানুষ নিহত ও আহত হয়েছে। এছাড়াও ভূমিকম্পে কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২২/কমা