ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে দিনার-ফারিয়ার ‘আমার একটাই বউ’

  • পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • 47

বিনোদন ডেস্ক : শাহেদের বয়স ৪০ ছুঁইছুঁই হলেও বয়স নিয়ে নিতি লুকোচুরি করেন। তার প্রধান কারণ বিয়ে। তিনি ৩৮ বছর বয়সে বিয়ে করেছেন ১৮ বছরের তরুণীকে। নাম ফারিয়া। দেখতে খুব সুন্দরী। বউ সুন্দরী হওয়ার কারনে সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দারুণ হীনমন্যতায় ভোগেন শাহেদ।

বেশি বয়সে বিয়ে করলে অনেকেই যেমন বউ নিয়ে আদিখ্যেতা করে, শাহেদও এর ব্যতিক্রম নন। ঘরে বউয়ের সঙ্গে থাকলে সারাদিন নিজেকে নানাভাবে জ্ঞানী ও সর্বসেবা প্রমাণ করার চেষ্টায় থাকেন। আর ঘরের বাইরে অফিস ও বন্ধুদের আড্ডায়, তার বউ যে একজন মহিয়সী নারী।

তবে ইদানীং এক অন্য জটিল সমস্যার ভুগছেন সাহেদ। ক’দিন পরপরই বউয়ের উপর নাকি জিনের আছর পড়ছে। অনেক ফকির, কবিরাজ, ওঝা দেখানোর পরও কোনো লাভ হচ্ছে না। যার কারনে ইদানীং তিনি মহল্লার আড্ডাও এড়িয়ে চলছেন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘আমার একটাই বউ’।

আবদুল্লাহ আল মুক্তাদিরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তানভীর হোসেন। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও তাসনিয়া ফারিয়া। ‘আমার একটাই বউ’ প্রচার হবে চ্যানেলে আই’য়ে ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদে দিনার-ফারিয়ার ‘আমার একটাই বউ’

পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : শাহেদের বয়স ৪০ ছুঁইছুঁই হলেও বয়স নিয়ে নিতি লুকোচুরি করেন। তার প্রধান কারণ বিয়ে। তিনি ৩৮ বছর বয়সে বিয়ে করেছেন ১৮ বছরের তরুণীকে। নাম ফারিয়া। দেখতে খুব সুন্দরী। বউ সুন্দরী হওয়ার কারনে সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দারুণ হীনমন্যতায় ভোগেন শাহেদ।

বেশি বয়সে বিয়ে করলে অনেকেই যেমন বউ নিয়ে আদিখ্যেতা করে, শাহেদও এর ব্যতিক্রম নন। ঘরে বউয়ের সঙ্গে থাকলে সারাদিন নিজেকে নানাভাবে জ্ঞানী ও সর্বসেবা প্রমাণ করার চেষ্টায় থাকেন। আর ঘরের বাইরে অফিস ও বন্ধুদের আড্ডায়, তার বউ যে একজন মহিয়সী নারী।

তবে ইদানীং এক অন্য জটিল সমস্যার ভুগছেন সাহেদ। ক’দিন পরপরই বউয়ের উপর নাকি জিনের আছর পড়ছে। অনেক ফকির, কবিরাজ, ওঝা দেখানোর পরও কোনো লাভ হচ্ছে না। যার কারনে ইদানীং তিনি মহল্লার আড্ডাও এড়িয়ে চলছেন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘আমার একটাই বউ’।

আবদুল্লাহ আল মুক্তাদিরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তানভীর হোসেন। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও তাসনিয়া ফারিয়া। ‘আমার একটাই বউ’ প্রচার হবে চ্যানেলে আই’য়ে ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: