বিজনেস আওয়ার প্রতিবেদক : গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ২৮ জুন থেকে ছুটি শুরু হবে। ১৬ জুলাই পর্যন্ত ছুটি থাকবে।
শনিবার (২৫ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা এ তথ্য জানিয়েছেন।
মনিষ চাকমা বলেছেন, ‘২০২২ সালের ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে। তা চলবে ১৬ জুলাই পর্যন্ত। এ হিসেবে মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।’
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।
আরও বলা হয়েছে, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।
বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২২/কমা