বিজনেস আওয়ার প্রতিবেদক : অনির্দিষ্ট সময়ের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ অনুযায়ী সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল করবে না পদ্মা সেতুতে।
রবিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এ তথ্য জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
বিবরণীতে বলা হয়, আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
উল্লেখ্য, শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রবিবার সকালে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: