ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘নাম বললে চাকরি থাকবে না’ দেখা যাবে ঈদে

  • পোস্ট হয়েছে : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • 44

বিনোদন ডেস্ক : মারুফ একজন ক্রিয়েটিভ সেলসম্যান। যে কি না নিজের হাতে তৈরি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। আর এ জন্য সে নিজেকে ‌ক্রিয়েটিভ সেলসম্যান দাবি করে। কিন্তু তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তার কোনো পণ্য কেউ কেনে না।

একদিন প্রোডাক্ট বিক্রির জন্য সে ঢুকে পড়ে শিলার বাসায়। যেখানে গিয়ে সে বিপদের মুখে পড়ে সে। এরপর ঘটতে থাকে নানান মজার ঘটনা। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘নাম বললে চাকরি থাকবে না’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মুমতাহিনা টয়া।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। নির্মাতা সরদার রোকন বলেন, গতানুগতিক ধাঁচের বাইরের একটি কমেডি গল্প নাটকে তুলে ধরা হয়েছে। প্রত্যেক শিল্পী বেশ আনন্দের সঙ্গে কাজটি করেছেন। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটির গল্প দর্শককে প্রাণ খুলে হাসাবে।

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, এটা মূলত হাসির নাটক। এখানে আমাকে সেলসম্যান হিসেবে দেখা যাবে। পুরোপুরি কমেডি ধাঁচের এ নাটকটির দম আছে। আশা করছি, দর্শক বেশ উপভোগ করবেন নাটকটি।’

টয়া বলেন, লকডাউন শেষে কয়েক দিনে বেশ কয়েকটি কাজ করে ফেলেছি। তবে এ কাজটি একেবারেই আলাদা। কাজটি অনেক উপভোগ করেছি। কাজ করার সময়ই অনেক মজা হয়েছে। প্রচুর হেসেছি। কারণ, এটি কমেডি ঘরানার। দর্শকের জন্য এই নাটকে প্রচুর মজা আছে।

নাটকটিতে ফারহান আহমেদ জোভান ও মুমতাহিনা টয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মুকিত জাকারিয়া। নাটকটি আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘নাম বললে চাকরি থাকবে না’ দেখা যাবে ঈদে

পোস্ট হয়েছে : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : মারুফ একজন ক্রিয়েটিভ সেলসম্যান। যে কি না নিজের হাতে তৈরি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। আর এ জন্য সে নিজেকে ‌ক্রিয়েটিভ সেলসম্যান দাবি করে। কিন্তু তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তার কোনো পণ্য কেউ কেনে না।

একদিন প্রোডাক্ট বিক্রির জন্য সে ঢুকে পড়ে শিলার বাসায়। যেখানে গিয়ে সে বিপদের মুখে পড়ে সে। এরপর ঘটতে থাকে নানান মজার ঘটনা। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘নাম বললে চাকরি থাকবে না’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মুমতাহিনা টয়া।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। নির্মাতা সরদার রোকন বলেন, গতানুগতিক ধাঁচের বাইরের একটি কমেডি গল্প নাটকে তুলে ধরা হয়েছে। প্রত্যেক শিল্পী বেশ আনন্দের সঙ্গে কাজটি করেছেন। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটির গল্প দর্শককে প্রাণ খুলে হাসাবে।

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, এটা মূলত হাসির নাটক। এখানে আমাকে সেলসম্যান হিসেবে দেখা যাবে। পুরোপুরি কমেডি ধাঁচের এ নাটকটির দম আছে। আশা করছি, দর্শক বেশ উপভোগ করবেন নাটকটি।’

টয়া বলেন, লকডাউন শেষে কয়েক দিনে বেশ কয়েকটি কাজ করে ফেলেছি। তবে এ কাজটি একেবারেই আলাদা। কাজটি অনেক উপভোগ করেছি। কাজ করার সময়ই অনেক মজা হয়েছে। প্রচুর হেসেছি। কারণ, এটি কমেডি ঘরানার। দর্শকের জন্য এই নাটকে প্রচুর মজা আছে।

নাটকটিতে ফারহান আহমেদ জোভান ও মুমতাহিনা টয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মুকিত জাকারিয়া। নাটকটি আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: