বিজনেস আওয়ার প্রতিবেদক : বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন চলাচলের প্রথম দিন দুই কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। সোমবার (২৭ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে প্রথমদিনে ৫১ হাজার ৩১৬টি গাড়ি পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।
এরমধ্যে মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা-প্রান্ত দিয়ে পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় সেতু দিয়ে প্রথম দিনে দ্বিগুণের বেশি যানবাহন চলেছে, যার ৬০ ভাগই মোটরসাইকেল।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২২/কমা