বিনোদন ডেস্ক : বিয়ের পর জোভান-মিম হানিমুনে যায় থাইল্যান্ডের পাতায়ায়। আর সেখানেই জোভানের দেখা হয়ে যায় প্রাক্তন প্রেমিকা সারিকার সঙ্গে। সারিকাও গেছে তার স্বামীর সঙ্গে। পুরোনো প্রেমিকাকে পেয়ে নস্টালজিক হয়ে ওঠেন জোভান।
মিম হোটেল রুমে ঘুমায় আর এই সুযোগে সে সারিকার সঙ্গে গল্প করে। নিজেদের হারানো দিনগুলো রোমন্থন করে। বিয়ের পর সুখী হতে পারেনি সারিকা। স্বামীকে তার একদমই পছন্দ না। মনের বিরুদ্ধে, অনেকটাই জোর করেই সংসার করে যাচ্ছে সে।
অর্থবিত্ত সবই আছে কিন্তু সুখ নেই। দু’জন প্রাক্তনের এই দেখা করার বিষয়টি একটা সময় টের পেয়ে যায় মিম। একইভাবে সারিকার স্বামীও বুঝতে পারে, তার বউ গোপনে জোভানের সঙ্গে দেখা করছে। কিন্তু তারা কেউ বিষয়টি স্বীকার করে না।
দু’জনের এই লুকোচুরির রহস্য উন্মোচন করতে এক হয় মিম আর সারিকার স্বামী। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘প্রাক্তন’। সুমন আনোয়ারের রচনায় এটি নির্মাণ করেছেন রুমান রুনি। নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সারিকা সাবরিন ও মিম মানতাসা।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘প্রাক্তন’ শিরোনামের নাটকটি ঈদের সপ্তম দিন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ।
বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ