বিজনেস আওয়ার প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে উল্টে গেছে পেঁয়াজ বোঝাই ট্রাক। এতে চালক ইয়াসিন, হেলপার রুবেল ও কেরামত আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে উল্টে যায় ট্রাকটি । পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ বোঝাই করে ট্রাকটি রাজধানীর শ্যামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল আদায় করে সেতুর বুকে ছুটতে থাকে। এরপর মাওয়া প্রান্তের সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের চালকসহ আহত তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজনেস আওয়ার/ ২৭জুন, ২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: