বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর মাইকোলাইভে ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার আলজাজিরার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিরক্ষার মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনারা। রবিবার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ ছাড়া সোমবার (২৭ জুন) স্থানীয় সময় বিকেলে ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোক হতাহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: