বিজনেস আওয়ার প্রতিবেদক : চার তলা একটি ভবন ধসে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের নাসিক নগরে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে ভবনটি ধসে পড়ে।
কর্তৃপক্ষের দাবি, আগেই ঝূঁকিপূর্ণ ওই ভবনটি সংস্কারের জন্য নোটিশ দেওয়া হলেও তাতে পাত্তা দেননি ভবনটির মালিক।
মঙ্গলবার (২৮ জুন) এনডিটিভি জানায়, ভবন ধসের অল্প সময়ের মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটির ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা তাদের। আটকা পড়াদের উদ্ধারে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
এদিকে নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে।
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: