1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সাবরিনাদের মামলার রায় ১৯ জুলাই
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

সাবরিনাদের মামলার রায় ১৯ জুলাই

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৯ জুন, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনের মামলার রায়ের ১৯ জুলাই ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৯ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত রায়ের এ তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, ‘গত ২০ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিনই আদালত রায়ের তারিখ ধার্য করবেন এমন সময় সাবরিনার আইনজীবী প্রণব কান্তি আদালতকে জানান, এ মামলার এক সাক্ষীকে তিনি জেরা করতে পারেননি। তাকে আবার জেরা করার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আজ তাকে জেরার দিন ধার্য করেন। এদিন তাকে জেরা করেন সাবরিনার আইনজীবী। এরপর আদালত রায়ের তারিখ ১৯ জুলাই ধার্য করেন। আশা করছি, রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে।’

আসামিপক্ষ বলছে, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। কাজেই তারা খালাস পাবেন।

গত ১১ মে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এর আগে গত ২০ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ