বিজনেস আওয়ার প্রতিবেদক : জুলাই মাস শেষ হতে এখনও দুইদিন বাকি। আর এ সময়ের মধ্যে একক মাস হিসেবে দেশে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড হলো। চলতি মাসের ২৭ দিনেই ২ দশমিক ২৪২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
গত জুন মাসের পুরো সময়ে এসেছিল ১ দশমিক ৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৯ শতাংশ এবং মে মাসের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি ছিল। এখন সেই রেকর্ড ভাঙল চলতি মাসের মাত্র ২৭ দিনেই। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বাংলাদেশের ইতিহাসে যা এ যাবতকালের মধ্যে একমাসে সর্বোচ্চ।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: