বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো ৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে দেড় হাজার মানুষের। শুক্রবার (০১ জুলাই) সকাল ১০ টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা দাঁড়িয়েছে ৫৫ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ১৩৪ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫৫ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৬৪০ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে আরো ৯ লাখ ২৯ হাজার ৪৯৪ জন।
শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫৮ হাজার ০৮৭ জনের। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ৫৬ হাজার ২৯২ জনের। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৭৯৫ জনের। ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫২ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৬১৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ০৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪২ হাজার ৬৭৮ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ২৮২ জন। মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ১৩৯ জন। আর ব্রাজিলে ৩ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৪৫১ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৭১ হাজার ৪৬৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২২/পিএস