বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের ওডেসার বিলহোরোড-ডিনিস্ট্রোভস্কি জেলায় আরও একটি ক্ষেপণাত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় এক শিশুসহ তিনজন নিহত। আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক দেশটি রাষ্ট্রীয় টেলিগ্রাম চ্যানেলকে এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি একটি বিনোদনকেন্দ্রের তিনতলা ও একটি চারতলা ভবনে আঘাত হানে।
এর আগে একই দিন রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ওডেসার কৃষ্ণসাগর বন্দরে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এ ঘটনায় তিন শিশুসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দেশটির এই অভিযান ইতোমধ্যে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। এই অভিযানকে অবৈধ অ্যাখ্যা দিয়ে রুশ হামলা প্রতিরোধে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো। পাশাপাশি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। সূত্র : আল জাজিরা।
বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২২/কমা