আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কোনও ভ্যাকসিন এখনো বাজারে আসেনি। তবে বিশ্ববাসীর জন্য একটি স্বস্তির খবর হলো এর মধ্যে ভ্যাকসিন ছাড়াই ১ কোটি ৪ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ১৫ লাখ ৪৯ হাজারের বেশি। এর মধ্যে গত একদিনে দুই লাখ ৪৭ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন পাঁচ হাজার ৫৬৭ জন।
করোনাভাইরাসজনিত রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২১ লাখ ৮৫ হাজার ৮৯৪ জন, ব্রাজিলে ১৭ লাখ ২১ হাজার ৫৬০, ভারতে ৯ লাখ ৮৮ হাজার ৭৭০, রাশিয়ায় ছয় লাখ ১২ হাজার ২১৭, চিলিতে তিন লাখ ২২ হাজার ৩৩২, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ৮৭ হাজার ৩১৩, পেরুতে দুই লাখ ৭৬ হাজার ৪৫২,ইরানে দুই লাখ ৫৭ হাজার ১৯।
মেক্সিকোতে দুই লাখ ৬১ হাজার ৪৫৭, পাকিস্তানে দুই লাখ ৪২ হাজার ৪৩৬, সৌদি আরবে দুই লাখ ২৫ হাজার ৬২৪, তুরস্কে দুই লাখ ১১ হাজার ৫৬১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, ইতালিতে এক লাখ ৯৮ হাজার ৭৫৬, জার্মানিতে এক লাখ ৯২ হাজার, বাংলাদেশে এক লাখ ২৭ হাজার ৪১৪, কাতারে এক লাখ ছয় হাজার ৬০৩।
কানাডায় এক লাখ ১৩৪, ফ্রান্সে ৮১ হাজার ৩১১ জন, চীনে ৭৮ হাজার ৯৪৪ জন, কুয়েতে ৫৫ হাজার ৬৮১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫২ হাজার ৯০৫, সিঙ্গাপুরে ৪৫ হাজার ৮৯৩, সুইজারল্যান্ডে ৩১ হাজার, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৬৯, অস্ট্রেলিয়ায় ৯ হাজার ৩১১ এবং মালয়েশিয়ায় আট হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বজুড়ে টানা সাত মাস তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২০/এ