বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো সাড়ে তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬১৬ জন মানুষের। সোমবার (০৪ জুলাই) সকাল ১০ টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৬৭০ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ৪৭৯ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে আরো তিন লাখ ৫৫ হাজার ১৯১ জন।
সোমবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬১ হাজার ৪৫০ জনের। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ৬০ হাজার ৮৩৪ জনের। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬১৬ জনের। ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫২ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৬৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৩ হাজার ৩২০ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ১১৭ জন। মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ১৯৯ জন। আর ব্রাজিলে ৩ কোটি ২৫ লাখ ০২ হাজার ৪৬৯ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৭২ হাজার ০১৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২২/কমা