ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

  • পোস্ট হয়েছে : ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজনৈতিক সংকট এড়াতে শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (১১ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ তথ্য জানিয়েছেন।

মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, আগামী ১৫ জুলাই থেকে ফের পার্লামেন্ট অধিবেশনে বসবে। ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এর পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকে সবাই একমত হয়েছে, রাষ্ট্রের জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সংবিধানসম্মতভাবে একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করা এখন জরুরি।

খাবারের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতির কারণে মার্চে বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কায়। এই বিক্ষোভের জেরে মাহিন্দা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু বিক্ষোভ এতে থামেনি। বিক্ষোভকারীরা চাইছিলেন, প্রেসিডেন্ট গোতাবায়াকে পদত্যাগ করতে হবে। গোতাবায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সূত্র: বিবিসি

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

পোস্ট হয়েছে : ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজনৈতিক সংকট এড়াতে শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (১১ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ তথ্য জানিয়েছেন।

মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, আগামী ১৫ জুলাই থেকে ফের পার্লামেন্ট অধিবেশনে বসবে। ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এর পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকে সবাই একমত হয়েছে, রাষ্ট্রের জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সংবিধানসম্মতভাবে একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করা এখন জরুরি।

খাবারের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতির কারণে মার্চে বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কায়। এই বিক্ষোভের জেরে মাহিন্দা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু বিক্ষোভ এতে থামেনি। বিক্ষোভকারীরা চাইছিলেন, প্রেসিডেন্ট গোতাবায়াকে পদত্যাগ করতে হবে। গোতাবায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সূত্র: বিবিসি

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: