বিজনেস আওয়ার প্রতিবেদক : তুমুল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেছেন। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সৌদি আরবের একটি বিমানে করে দ্বীপরাষ্ট্রটি ছাড়েন তিনি।
মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাজাপাকসে মালদ্বীপে একটি সৌদি বিমানে চড়েছেন। এই বিমানটি প্রথমে তাকে সিঙ্গাপুর এবং পরে সেখান থেকে তাকে সৌদি আরবের জেদ্দায় নিয়ে যাবে।
বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: