ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় অবমাননার অভিযোগে খুলনা থেকে গ্রেপ্তার আকাশ

  • পোস্ট হয়েছে : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৭ জুলাই) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আকাশ সাহা এখন থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার ওই কলেজছাত্রের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এর জের ধরে গত শুক্রবার ওই কলেজছাত্রের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া ওই এলাকার বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় বলেন, ধর্ম অবমাননার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ধর্মীয় অবমাননার অভিযোগে খুলনা থেকে গ্রেপ্তার আকাশ

পোস্ট হয়েছে : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৭ জুলাই) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আকাশ সাহা এখন থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার ওই কলেজছাত্রের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এর জের ধরে গত শুক্রবার ওই কলেজছাত্রের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া ওই এলাকার বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় বলেন, ধর্ম অবমাননার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: