বিজনেস আওয়ার প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে।
রবিবার (১৭ জুলাই) রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মামলায় ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং দুই মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান আছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
গত ১৬ জুলাই রাতে ধর্ম অবমাননার অভিযোগে দিঘলিয়া গ্রামের সালাহ উদ্দীন কচি বাদী হয়ে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি ৩ দিনের রিমান্ডে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের জের ধরে গেলো শুক্রবার সন্ধ্যার পর দিঘলিয়ার সাহাপাড়ায় দুইটি বাড়ি ভাঙচুর হয়। একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বাজারের তিনটি দোকান ভাঙচুর করা হয়। তখন চারটি মন্দিরে হামলার ঘটনাও ঘটে। এর আগে ফেসবুকে পোস্ট দেয়া অভিযুক্ত তরুণের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে নয়টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০২২/এস এইচ