বিজনেস আওয়ার প্রতিবেদকর্ : বিশ্বে করোনা ভাইরাসের আরো সাড়ে ৮ লাখ মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো দেড় হাজার মানুষ মারা গেছেন। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ১৩১ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৬ কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৮৪৮ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৮ লাখ ৪৩ হাজার ২৮৩ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৩ লাখ ৮৯ হাজার ৫০১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৩ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে এক হাজার ১৪৮ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৩ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ২২৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ০৬২ জন। মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ৭৮৫ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৮১৫ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৭৫ হাজার ৫৫১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১৯ জুলাই, ২০২ ২/কমা