বিজনেস আওয়ার প্রতিবেদকর্ : বিশ্বে করোনা ভাইরাসের আরো সাড়ে ১১ লাখ মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো আড়াই হাজার মানুষ মারা গেছেন। বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৪৫২ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৬ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ১৩১ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ১১ লাখ ৬৬ হাজার ৩২১ জন।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৩ লাখ ৯১ হাজার ৯৪৮ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৩ লাখ ৮৯ হাজার ৫০১ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে দুই হাজার ৪৪৭ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৪ কোটি ০৯ লাখ ৪২ হাজার ০৮২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ১৫ লাখ ২৯ হাজার ৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৯ হাজার ৬৮৩ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৮ লাখ ০০ হাজার ২৫১ জন। মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ৭৮৫ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ০৪০ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৭৫ হাজার ৯২৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২ ২/কমা