শাহিন শুভ : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফেমিলিটেক্স বিডির উদ্যোক্তার শেয়ার বিক্রিতে অনিয়মের কারনে প্রাইম ইসলামী সিকিউরিটিজের সাবেক প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) আবুল কালাম ইয়াজদানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিদ্যমান আইনে তালিকাভুক্ত যেকোন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের আগে ঘোষণা দিতে হয়। কিন্তু ফেমিলিটেক্স বিডির উদ্যোক্তা জুন কুং ওন এর ঘোষণা ছাড়াই প্রাইম ইসলামী সিকিউরিটিজ দুই দফায় শেয়ার বিক্রি করেছে। প্রথম দফায় বিক্রির পরে ব্রোকারেজ হাউজটিকে জানানোর পরেও দ্বিতীয় দফায় একই কাজ করেছে।
ওই উদ্যোক্তার প্রথম দফায় ঘোষণা ছাড়াই ২০১৬ সালের ১৬ মে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করা হয়। যা কার্যকর না করার জন্য দুই দিন পর ১৮ মে ফেমিলিটেক্স বিডি থেকে প্রাইম ইসলামী সিকিউরিটিজকে চিঠি দেওয়া হয়। এতে ওই শেয়ার বিক্রির জন্য কমিশনের অনুমোদন নিতে কোন আবেদন করা হয়নি এবং কোম্পানির পর্ষদের অনুমোদিত ছিল না বলে জানানো হয়।
এই খবর জানানোর পরেও পরের মাসের ১ জুন ঘোষণা ছাড়াই আবারও ওই উদ্যোক্তার ২০ লাখ ৯৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করে প্রাইম ইসলামী সিকিউরিটিজ হাউজ কর্তৃপক্ষ। এক্ষেত্রে ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ সততা ও নিয়ম কানুন পরিপালন করেনি। যারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা ২০০০ এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিল এর আচরন বিধি ১ লংঘন করেছে।
এ বিষয়ে শুনানিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে চলতি বছরের ৬ মার্চ চিঠি দেয় বিএসইসি। এর পরিপ্রেক্ষিতে ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ ১৪ মার্চ শুনানির ধার্য্যকৃত দিনে লিখিত বক্তব্য দাখিল করে। যা কমিশনের কাছে বিবেচনাযোগ্য হয়নি এবং তৎকালীন সিইও আবুল কালাম ইয়াজদানী ইচ্ছাকৃতভাবে অনিয়ম করেছে বলে কমিশনের কাছে প্রতিয়মান হয়।
এই পরিস্থিতিতে শেয়ারবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে ইয়াজদানীকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারনে কমিশন ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। এই শাস্তির বিষয়ে সম্প্রতি তাকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে কমিশন।
বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২২/আরএ