বিজনেস আওয়ার প্রতিবেদক : সিকিউরিটিজ সংক্রান্ত অর্ডিন্যান্স ভঙ্গ করার শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৯ জুলাই) বিএসইসির ৭৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক আইডিএলসি ফাইন্যান্সের রাইট শেয়ার বিনিয়োগকারীদের স্বাক্ষর ব্যতিত রিনান্সিয়েশন করে আইডিএলসির নিজস্ব পোর্টফলিও অ্যাকাউন্ডে ক্রয় করে ফর্ম বি অ্যান্ড সি অব রাইট অফার ডকুমেন্ট (আরওডি) অ্যাজ ভেটেড বাই দ্যা কমিশন অ্যান্ড পাবলিশড আন্ডার কন্ডিশন নং ৩ অব দ্যা কমিশনস লেটার নং বিএসইসি/সিআই/আরআই-১০৪/২০১৫/৬৬৮ ডেটেড নভেম্বর ২২, ২০১৬ ইস্যুড আন্ডার ২সিসি অব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে।
উক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন আইসিবিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২০/এস