বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শরী‘আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে অনলাইন গ্যাস বিল গ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় গ্রাহকগণ ইউনিয়ন ব্যাংকের সকল শাখা, উপশাখা ও আই ব্যাংকিং (ইন্টারনেট ব্যাংকিং) এর মাধ্যমে তিতাস গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন।
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্র উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব মোঃ ইয়াকুব খান।
এ সময় ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অর্থ) অর্পনা ইসলাম এবং ইউনিয়ন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ডিং ডিভিশনের ইনচার্জ মোঃ শাহরিয়ার রউফ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২২/পিএস