বিজনেস আওয়ার প্রতিবেদকঃ প্রয়োজন হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো কথা হয়নি। দেশের স্বার্থে কোনো ঋণ নেওয়া হলে সেটা সবাই জানতে পারবেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় সফররত আইএমএফ-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে অফিস থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
আইএমএফ-এর সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা কোনো মিটিং ছিল না। সৌজন্য সাক্ষাৎ ছিল। তাদের পুরো টিম এখন বাংলাদেশে অবস্থান করছেন। আপনারা তাদের সঙ্গে কথা বলুন। তারাই বিস্তারিত জানাবেন।
জানা গেছে, সফররত আইএমএফ-এর উচ্চ পর্যায়ের এই টিম সরকারে বিভিন্ন পর্যায় বিশেষ করে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবেন। এসময় তারা দেশের অর্থনৈতিক সার্বিক অবস্থা সম্পর্কে বিশেষ করে তাদের দেওয়া ঋণ সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হবেন এবং বাংলাদেশকে কোনো নতুন ঋণ দেওয়া হবে কিনা সে সম্পর্কে প্রাথমিক সিদ্ধান্ত নেবেন।
প্রতিনিধিদলটি বাংলাদেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে একটি স্টেটমেন্ট দেবেন। তখনই এই টিমের সফর সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বলে সূত্র জানিয়েছে।
আইএমএফ-এর কাছ থেকে নতুন কোনো আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, তাদের কাছ থেকে আর্থিক সহায়তা তো নেওয়া হচ্ছে। যদি নতুন কোনো সহায়তা নেওয়া হয় সেটা আপনারা সবাই জানবেন।
বিজনেস আওয়ার/২১ জুলাই,২০২২/এস এইচ