বিজনেস আওয়ার প্রতিবেদকর্ : বিশ্বে করোনা ভাইরাসের আরো প্রায় ১০ লাখ মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো দুই হাজার মানুষ মারা গেছেন। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৭ কোটি ২৭ লাখ ০০ হাজার ৫৭৬ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৭ কোটি ১৭ লাখ ০৭ হাজার ৬৮৯ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৯ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৩ লাখ ৯৮ হাজার ৩৪৭ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৩ লাখ ৯৬ হাজার ১৩১ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে দুই হাজার ২১৬ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৪ কোটি ২৬ লাখ ৯৬ হাজার ৯১৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫১ হাজার ২৩৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ০৬৫ জন। মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ৯৩০ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৩৫ লাখ ০৬ হাজার ২৮২ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৭৬ হাজার ৫৫১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২ ২/কমা