বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এতদিন রনি একাই রেলের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।
রবিবার (২৪ জুলাই) বিকেলে তিনি কমলাপুর স্টেশনে গিয়ে রনি সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও কর্তৃপক্ষ তাকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেয়নি। পরে তিনি স্টেশনের বাইরেই অবস্থানের ঘোষণা দেন।
এ সময় নিরাপত্তা বাহিনীর উদ্দ্যেশ্যে রনি বলেন, আমাদের ঢুকতে দেননি, সমস্যা নেই। অসুস্থ মানুষটাকেও বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। আমি কথা দিচ্ছি, আমি ঢুকব না, আপনারা উনাকে (জাফরুল্লাহ) ঢুকতে দেন।
এদিকে, সাংবাদিকদের ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি ভালো কাজের প্রতি আমার সমর্থন থাকে। সে জায়গা থেকেই আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি। প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত আমি বাইরেই অবস্থান থাকবো
উল্লেখ্য, ৭ জুলাই রেলের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে হাতে শিকল বাধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান নেয় মহিউদ্দিন রনি। এ নিয়ে পড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। পরে আন্দোলনে রনির সহপাঠীরাও যোগদান করে।
বিজনেস আওয়ার/ ২৪ জুলাই,২০২২/ এস এইচ