বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মরদেহ দেশে এসেছে পৌঁছেছে। সোমবার (২৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তার মরদেহ দেশে আসে।
শুক্রবার নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ফজলে রাব্বী মিয়ার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের টানা সাত বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৪৬ সালের ১৫ এপ্রিল জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বিজনেস আওযার/২৫ জুলাই, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: